দেবী মায়ের আগমনে, শারদপ্রাত দিচ্ছে ডাক, দূরে সরে যাক মান অভিমান, হাসি টুকুই নাহয় সবার থাক! মায়ের আসা বছর ঘুরে, কাশের বনে দিচ্ছে ঢেউ; হারিয়ে যাওয়া অনেক কিছুই, আজও ভোলেনি তার সবটা কেউ। শৈশবের ওই হাসির ঝলক, ছেলেবেলার যতসব খেলা; এখন সেসব হারিয়ে গেছে, খুঁজে পাইনা আর মেলা। তবুও তো পুজো আসে, বছর বছর ঘুরে, বড় হওয়ার সাথে সাথে, সেসব গিয়েছে দূরে সরে। মনে আসে ছেলেবেলা, ক্যাপ আর বন্দুক; মনে আসে মেয়েবেলা, সাজসজ্জার সিন্দুক। আসে অনেক রঙিন স্মৃতি, আসে অনেক ভালোবাসা; পুরোনো খারাপ স্মৃতি ভুলে, সবার সাথে আবার মেলামেশা। ভালো কাটুক সবার পুজো, সবাই ভালো থাকে যেনো; ভালোবাসায় থাকুক সবাই, থাকে না যেনো মনের মধ্যে রাগ অভিমান কেনো।।
We have dedicated and hardworking people always ready to help.