সাদা কাগজের ভীড়ে আজও হারায় আমি, তোমার আঙুলের স্পর্শ খুঁজে বেড়ায়। আমার শেষ থেকে তোমার চলা শুরু, একটু হিজিবিজি, একটু আঁকিবুকি, বড্ড প্রিয় আমার। ভালোলাগে না, মুঠো ভরা অভিমান থেকে আমায় কেন বঞ্চিত কর? গোলাপি ঠোঁটের আদর আমার চাই না। আমি তোমার বন্ধ দরজার লেখনী হতে চাই, তোমার গালে বয়ে যাওয়া নোনা জলের প্রবন্ধ হতে চাই, বৃষ্টি ভেজা প্রথম প্রেমের রোমাঞ্চকর কবিতা হতে চাই... সর্বোপরি তোমার নিটল হাসির উপন্যাস হতে চাই।।
We have dedicated and hardworking people always ready to help.